ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে: গণপূর্তমন্ত্রী
  2019-01-14 19:09:30  cri
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙ্গে ফেলা হবে। সোমবার সচিবালয়ে রাজউকসহ অধীনস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করা হবে। এ জন্য পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি। কাউকে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। এ সব কর্মকাণ্ডে কর্মকর্তাদের কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040