সিয়ুন সঙ্গীত 'হুয়াই কু' ইত্যাদি
  2019-01-14 15:28:42  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আপনাদেরকে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সিয়ুন এর বাজানো কয়েকটি সুর শোনাবো। এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

প্রথমে শুনুন 'ইউয়ে ছুই লিয়ান জৌ' সুরটি। এ সুরে সিয়ুনসহ চীনের ঐতিহ্যবাহী কয়েকটি বাদ্যযন্ত্র আছে। শুনুন সুরটি।

সিয়ুন হচ্ছে চীনের প্রাচীনতম ফুঁস দিয়ে বাজানো বাদ্যযন্ত্রের অন্যতম। চীনের সংগীতের ইতিহাসে সিয়ুন প্রধানত রাজ দরবারের সংগীতে ব্যবহার করা হতো।

শুনুন 'ইয়ুং মেই'সুরটি।

দরবারের সংগিতে সুং সিয়ুন আর ইয়া সিয়ুন -দুই ধনণের সিয়ুন ছিল সুং সিয়ুনের আকার ছোট , ডিমের মত। তার সুর উচ্চ। ইয়া সিয়ুনের আকার একটু বড়। তার সুর সুগভীর আর নীচু। তা সবসময়ে বাঁশ দিয়ে তৈরি ছি নামক এক রকম বাদ্যযন্ত্রের সংগে মিলে বাজানো হতো ।

শুনুন 'হুয়াং ইং ইন' সুরটি।

৯টি গর্তযুক্ত সিয়ুনের আবিষ্কার এই স্বাক্ষর বহন করে যে , চীনের প্রাচীন সিয়ুনের নতুন জীবন ফিরে এসেছে ।

শুনুন 'সিয়ুন সুই' সুরটি।

আগেকার সিয়ুনের আওয়াজের গর্তের সারি এলোমেলো ছিল , এখনকার ৯টি গর্তযুক্ত সিয়ুন সেই অবস্থার পরিবর্তন করেছে ।

শুনুন 'হুয়াই কু' সুরটি।

তা আধুনিক লোকদের বাজানোর চাল চলন অনুসারে তৈরি হয় বলে বাজানো আর সুবিধাজনক হয়েছে ।

শুনুন 'সি' সুরটি।

এই সিয়ুন দিয়ে একক বাজানো, সমবেত বাজানো বা সহযোগী বাজানো যায় ।

শুনুন 'সি নিয়ান' সুরটি।

শুনুন 'হান কুং ছিউ ইউয়ে' সুরটি।

অবশেষে শুনুন 'হুয়াই কু' সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040