ফরাসি নাগরিকদের উদ্দেশে প্রেসিডেন্ট ম্যাক্‌খোঁর খোলা চিঠি; সংলাপের প্রস্তাব
  2019-01-14 15:11:29  cri

জানুয়ারি ১৪: ফরাসি নাগরিকদের উদ্দেশে এক খোলা চিঠিতে চলমান সংকট নিয়ে দু'মাসব্যাপী সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁ। স্থানীয় সময় গতকাল (রোববার) রাতে প্রেসিডেন্টভবন থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠির প্রস্তাব অনুসারে, ১৫ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশব্যাপী সংলাপ হবে। সংলাপে নাগরিকরা 'শুল্ক ও গণব্যয়', 'দেশের গঠন ও গণপরিষেবা', 'পরিবেশগত রূপান্তর' এবং 'গণতন্ত্র ও নাগরিক আত্মপরিচয়'—এই চারটি প্রধান আলোচ্য বিষয়ের আওতায় ৩০টিরও বেশি প্রশ্নে সংলাপে অংশ নেবেন।

চিঠিতে প্রেসিডেন্ট সকল নাগরিককে এ সংলাপে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি এ থেকে ফ্রান্সের 'ভবিষ্যতের রূপরেখা' বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নাগরিক-আলোচনা কোনো নির্বাচন নয়, বা গণভোটও নয়। আলোচনার মাধ্যমে জনতার ক্রোধ সমস্যা সমাধানের উপায়ে রূপান্তরিত হবে বলে আশা করা যায়। সরকার সংলাপের স্বচ্ছতা সুনিশ্চিত করবে।

তবে, প্রেসিডেন্টের খোলা চিঠি ও সংলাপের প্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বামপন্থী নেতারা। তাঁরা বলছেন, এই আলোচনা অর্থহীন হবে।

এদিকে, ফ্রান্সের কোনো কোনো গণমাধ্যম প্রেসিডেন্টের প্রস্তাবকে সুযোগ হিসেবে নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ফরাসি নাগরিকদের উত্সাহিত করছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040