পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার কথা অস্বীকার করল ইরান
  2019-01-14 15:06:36  cri

জানুয়ারি ১৪: পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার কথা অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (রোববার) তাসনিম বার্তা সংস্থা এ খবর জানায়।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পরমাণু চুক্তি থেকে ইরান সরে গেছে বলে সম্প্রতি গুজব ছড়ানো হয়। এটা দেশটিতে সামাজিক অস্থিরতার বৃদ্ধির অপচেষ্টা মাত্র। পরমাণু চুক্তিসংক্রান্ত যে-কোনো সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে।

এদিকে, ইরানের আনবিক শক্তি সংস্থার সভাপতি আলি আকবার সালেহি একই দিনে দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরান ইতোমধ্যে বড় অগ্রগতি অর্জন করেছে। ইরান এখন নিজেই পারমাণবিক চুল্লী তৈরির ক্ষমতা রাখে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040