খোরগোস বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ "দ্বৈত বৃদ্ধি"
  2019-01-13 16:53:42  cri

জানুয়ারি ১৩: ২০১৮ সালে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের খোরগোস বন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্যে পণ্য পরিবহনের পরিমাণ 'দ্বৈত বৃদ্ধি' পেয়েছে। এর মধ্যে আমদানি ও রপ্তানিকৃত পণ্যের পরিমাণ ছিল ৩.৫৭৪২৬ কোটি টন; যা ২০১৭ সালের চেয়ে ২৩.৩ শতাংশ বেশি। আমদানি ও রপ্তানি হয়েছে ১৩৫.২ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য। এই পরিমাণ ২০১৭ সালের চেয়ে ২২.২ শতাংশ বেশি। পরিবহনকৃত পণ্য ও তার বাণিজ্যিক মূল্য সিনচিয়াংয়ের সব বন্দরের তুলনায় যথাক্রমে ৬০.২ ও ৪৫.৬ শতাংশ।

পরিসংখ্যানে বলা হয়, খোরগোস বন্দরে আমদানি ও রপ্তানির পণ্যের মধ্যে চীনের উচ্চ প্রযুক্তি, টেক্সটাইল ও পোশাক, যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য এবং উচ্চতর কৃষি পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রধানত মধ্য এশিয়ার পাঁচটি দেশ ও রাশিয়ায় রপ্তানি হয়েছে বেশি।

খোরগোস বন্দরের বহুমুখী ব্যবসা বিভাগের পরিচালক চু দং মেই বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নতুন সুযোগ ও প্রাণশক্তি দিয়েছে চীন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040