ছাংএ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহের সফল দায়িত্ব পালন
  2019-01-12 16:24:28  cri

জানুয়ারি ১২: গতকাল (শুক্রবার) চীনের ছাংএ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহ চন্দ্র অনুসন্ধানে সাফল্য অর্জন করেছে। ছাংএ্য-ফোর-এর অবতরণ যন্ত্র ও ইউথু দুই নম্বর চন্দ্রতরী সুষ্ঠুভাবে ইন্টার-শট-ইমেজিংয়ের কাজ করেছে। এতে করে চাঁদ অনুসন্ধানে চীনের পঞ্চম অভিযান সফল হলো। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ প্রধানমন্ত্রী লিউ হ্য এবং সিপিসি'র রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় সামরিক কমিটির ভাইস চেয়ারম্যান চাং ইয়ৌ সিয়া এদিন বেইজিং মহাকাশ উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রে দায়িত্ব সম্পন্ন হওয়ার কার্যক্রম 'সরাসরি' দেখেন। লিউ হ্য সিপিসি'র কেন্দ্রীয় কমটি, রাষ্ট্রীয় পরিষদ ও কেন্দ্রীয় সামরিক কমিটির অভিনন্দন বার্তা পড়ে শোনান।

অভিনন্দন বার্তায় বলা হয়, সিপিসি'র কেন্দ্রীয় কমটি, রাষ্ট্রীয় পরিষদ ও কেন্দ্রীয় সামরিক কমিটি এ প্রকল্পের সবাইকে উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। মহাকাশ অনুসন্ধান ও মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার হলো সমগ্র মানবজাতির অভিন্ন স্বপ্ন। এবারের ছাংএ্য-ফোর প্রকল্পের সফলতার মাধ্যমে চীনের চন্দ্র অনুসন্ধানের চতুর্থ দফা ও গভীর অনুসন্ধান পরিকল্পনা সার্বিকভাবে শুরু হয়েছে। ভবিষ্যতে আরও কঠিন দায়িত্ব ও আরও জটিল চ্যালেঞ্জ রয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সকাল ১০টা ২৬ মিনিটে চীনের ছাংএ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহ সফলভাবে চাঁদের অন্ধকারাচ্ছন্ন পিছন দিকে অবতরণ করে। ছ্যুয়েছিয়াওয়ের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের খুব কাছাকাছি অংশের প্রথম ছবি পাঠায় এবং মানবজাতির ইতিহাসে প্রথম চাঁদের পিছন দিকের ছবি ও সেখান থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040