সন্ত্রাসদমনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন রেশম পথ বরাবর দেশগুলোর প্রতিনিধিরা
  2019-01-12 15:08:28  cri

জানুয়ারি ১২: গত বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত সপ্তম 'রেশম পথ দেশগুলোর বিখ্যাত ব্যক্তির চীন সফর' চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শুরু হয়েছে।

বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা, পাকিস্তান ও তুরস্কের বিখ্যাত সাংবাদিক সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সন্ত্রাস ও সহিংস তত্পরতা-সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের পর মনে করেন, সন্ত্রাসবাদ হলো মানবজাতির অভিন্ন শত্রু। বিভিন্ন দেশের উচিত তা মোকাবিলার জন্য যৌথভাবে সহযোগিতা করা। চীন সরকারের গৃহীত ব্যবস্থা খুব কার্যকর। সিনচিয়াংয়ের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আশা করেন তারা।

২০ শতকের ৯০ দশক থেকে বিদেশি বিচ্ছিন্ন শক্তি, ধর্মীয় চরমপন্থি এবং সহিংস সন্ত্রাসী গোষ্ঠী চীনের সিনচিয়াংয়ে সহস্রাধিক বিস্ফোরণ, গোপন হত্যা, বিষ প্রয়োগে হত্যা, অগ্নিসংযোগ, হামলা এবং দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সহিংস সন্ত্রাসী তত্পরতা চালিয়েছে। এতে অনেক নিরীহ মানুষ এবং শতাধিক পুলিশ নিহত হয়েছে। অগণিত সম্পদের ক্ষতি হয়েছে।

প্রদর্শনী দেখে বাংলাদেশের ডেইলি সান পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে চাইলে বিভিন্ন দেশের সহযোগিতা করা উচিত। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী সমস্যা, এটি কোনো দেশের বিশেষ সমস্যা নয়। সন্ত্রাসদমনে বিভিন্ন দেশের উচিত সহযোগিতা করা, শুধু এভাবেই বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল করা যাবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040