ভালবাসার জন্য সমর্থন
  2019-01-12 14:01:27  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে হুয়াং ছি শান'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। হুয়াং ছি শান'র আসল নাম হুয়াং স্যিয়াও সিয়া। তিনি ১৯৬৮ সালের ২৩ মার্চ চীনের ছংছিং শহরের ইউচং এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি একটি সংগীত গ্রুপে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর তিনি প্রথম বিশ্ব নারী ফুটবল কাপের থিম সং গেয়েছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'সহজ সুখ' নামের গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং ছি শান'র কন্ঠে 'সহজ সুখ' নামের গান। ১৯৯৪ সালে তিনি অন্য এক কন্ঠশিল্পীর সঙ্গে যৌথ অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি কুয়াংচৌ'র শ্রেষ্ঠ দশটি সংগীত পুরষ্কারের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নারী কন্ঠশিল্পীর পুরষ্কার লাভ করেন। ১৯৯৯ সালে তিনি টিভি সিরিজের থিম সং গাওয়া শুরু করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সালে তিনি এথেন্স অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধি দলের থিম সং গেয়েছেন। ২০০৮ সালে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি আরো কি করতে পারি' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং ছি শান'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লিন ফিংয়ের সঙ্গে পরিচয় করবো। তিনি ১৯৬৯ সালের ২৭ জুলাই চীনের হুবেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিমান বাহিনীর রাজনৈতিক বিভাগের শিল্প ও সংস্কৃতি দলের জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী। তিনি হলেন জাতীয় যুব ফেডারেশনের সদস্য, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) যুব গ্রুপের বিশিষ্ট সদস্য, চীনের আন্তর্জাতিক সবুজ পরিবেশ সুরক্ষার শুভেচ্ছা দূত। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আজকের জন্য চিয়ার' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন ফিংয়ের কন্ঠে 'আজকের জন্য চিয়ার' নামের গান। গানটি তখনকার চীনে খুবই জনপ্রিয় ছিল। তিনিও গানটি গাওয়ার জন্য সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৯৬ সালে তিনি বিমান বাহিনীর রাজনৈতিক বিভাগের শিল্প ও সংস্কৃতি দলে যোগ দেন। তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করতে থাকেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আগামীকাল আলিঙ্গন' নামের গান শোনাবো। গানটি হল বিশ্ব প্রথম নারী ফুটবল কাপের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন ফিংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে ইয়াং মি'র কন্ঠে 'ভালবাসার জন্য সমর্থন' নামের গান শোনাবো। তিনি ১৯৮৬ সালের ১২ সেপ্টেম্বরে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন নারী কন্ঠশিল্পী, অভিনেত্রী এবং চলচ্চিত্র ও টিভি সিরিজের প্রযোজক। ২০০৫ সালে তিনি বেইজিং ফিল্ম একাডেমি'র পারফরম্যান্স বিভাগে লেখাপড়া শুরু করেন। ২০০৬ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি ২৪তম চায়না গোল্ডেন ঈগল টিভি আর্ট ফেস্টিভাল'র দর্শকদের সবচেয়ে জনপ্রিয় নারী অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন। 'ভালবাসার জন্য সমর্থন' নামের গান একটি টিভি সিরিজের থিম সং। আশা করেন, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইয়াং মি'র কন্ঠে 'ভালবাসার জন্য সমর্থন' নামের গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চাং হান ইউন'র কন্ঠে 'মা, আমি আপনাকে ভালবাসি' নামের গান শোনাবো। তিনি ১৯৮৯ সালের ৯ এপ্রিল সিছুয়ান প্রদেশের দেইয়াং শহরের চিনইয়াং এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও কন্ঠশিল্পী। ২০০৪ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040