বেসরকারি খাতকে সাহায্য করতে আর্থিক সংস্থাগুলোকে উত্সাহিত করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক (অর্থ-কড়ি; ১২ জানুয়ারি ২০১৯)
  2019-01-14 09:55:45  cri


১. চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৯ সালে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে দেশের আর্থিক সংস্থাগুলোকে আরও উত্সাহিত করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে জোর দেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর। চীনের গণব্যাংকের এক সাম্প্রতিক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তহবিল গড়ে তুলতে স্থানীয় সরকারগুলোকে উত্সাহিত করা হবে। উচ্চ প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান ও উদীয়মান খাতেও শক্তিশালী সাপোর্ট দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

২. চীনের জাতীয় গ্রিডের ছিং হাও প্রাদেশিক কোম্পানি সম্প্রতি জানিয়েছে, ২০১১ সালে 'বিদ্যুৎ রাস্তা' প্রকল্প উদ্বোধনের পর থেকে তিব্বতে মোট ৫৫০ কোটি ঘন্টা কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

পাশাপাশি, তিব্বতের কেন্দ্রীয় অঞ্চলের বিদ্যুৎ কোম্পানিকে বাইরে ২৩০ কোটি ঘন্টা কিলোওয়ার্ট বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করেছে এ প্রকল্প। এ প্রকল্প তিব্বতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় পূর্ব ছিং হাই প্রদেশের সি নিং থেকে পশ্চিম তিব্বতের লাসা পর্যন্ত ২৫৩০ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন তৈরি হয়েছে।

৩. চলতি বছরের ৮ এপ্রিল থেকে চিনান-হেলসিঙ্কি রুটে ফ্লাইট পরিচালনা করবে তিব্বত এয়ারলাইন কোম্পানি। এই প্রথম তিব্বতের কোনো এয়ারলাইনের যাত্রীবাহী বিমান আন্তঃমহাদেশীয় রুটে যাতায়াত করবে।

একই তারিখে চিনান-লাসা রুটেও পুনরায় ফ্লাইট চালু করবে কোম্পানিটি। দু'টি রুটে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ফ্লাইট থাকবে। কোম্পানি চিনান-হেলসিঙ্কি রুটে এয়ারবাস এই-৩৩০ সুপরিসর বিমান ব্যবহার করবে।

এদিকে, তিব্বত এয়ারলাইন কোম্পানি চীনের মূল ভূখন্ডের বেশিরভাগ রুট নতুন করে ঢেলে সাজিয়েছে। মূল ভূখণ্ড থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ফ্লাইট পরিচালনা করছে কোম্পানিটি।

৪. শ্রীলঙ্কার মধ্যমাঞ্চলে কালু গঙ্গা বাঁধের মূল অংশের নির্মাণকাজ শেষ করেছে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান। গত মঙ্গলবার এ অংশের উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বাঁধ নিমাণকারী চীনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

কালু গঙ্গা বাঁধ প্রকল্পের দায়িত্বশীল একজন চীনা কর্মকর্তা জানান, বাঁধের প্রধান অংশ নির্মাণ করতে ৫০ মাসের বেশি সময় লেগেছে। বাকি অংশের কাজও যথাসময়ে শেষ হবে বলে তিনি জানান।

৫. বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। ছয় বছর দায়িত্ব পালনশেষে সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগ পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে বিবিসি জানিয়েছে।

৫৯ বছর বয়সী জিম ইয়ং কিমের ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। প্রথম মেয়াদের ৫ বছর দায়িত্ব পালনশেষে ২০১৭ সালে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশ্ব ব্যাংক জানিয়েছে, জিম ইয়ং কিম একটি ফার্মে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন।

এক বিবৃতিতে কিম জানিয়েছেন, বিশ্ব ব্যাংকের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। চরম দারিদ্র্য দূর করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তবে তিনি পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি। এদিকে, পয়লা ফেব্রুয়ারি থেকে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

৬. ২০১৯ সালে শ্রীলঙ্কা ৩০০ কোটি মার্কিন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সম্প্রতি দেশটির আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মালিক সামারাভিক্রমা এ তথ্য জানান।

তিনি জানান, গেল বছর দেশে এফডিআই এসেছে ২২০ কোটি মার্কিন ডলার। রাজনৈতিক অস্থিতিশীলতা না-থাকলে এই অংক আরও বড় হতে পারতো।

মন্ত্রী জানান, ২০১৭ সালে শ্রীলঙ্কায় এফডিআই এসেছিল ১৬৩ কোটি মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে এসেছে সবচেয়ে বেশি। এর পরেই ভারত ও সিঙ্গাপুরের স্থান।

৭. যুক্তরাষ্ট্রের ফেডারেল রির্জাভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল সম্প্রতি আটল্যান্টায় অনুষ্ঠিত মার্কিন অর্থনৈতিক সমিতির বার্ষিক সম্মেলনে বলেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সামষ্টিক অবস্থা ভালো ছিলো। পরিসংখ্যান অনুসারে, দেশের কর্মসংস্থান পরিস্থিতি ছিল ভালো এবং মুদ্রাস্ফীতি ছিল তুলনামূলকভাবে নিম্ন পর্যায়ের। ২০১৯ সালেও অর্থনীতিতে এই ইতিবাচক প্রবণতা বজায় থাকবে বলে আশা করা যায়। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভ আর্থিক বাজারে মন্দার ঝুঁকির ওপর কড়া নজর রাখবে বলেও তিনি জানান।

৮. ২০১৮ সালে জার্মানিতে বেকারত্বের হার ১৯৯০ সালের পর সবচেয়ে কম ছিল। এর মধ্যে ডিসেম্বরে বেকার লোকের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। দেশটির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি (বিএ) সম্প্রতি এ তথ্য জানায়।

২০১৮ সালের ডিসেম্বরে জার্মানিতে বেকার লোকের সংখ্যা ছিল ২২ লাখ ৬০ হাজার, নভেম্বরের চেয়ে যা ১৪ হাজার কম। ফলে ডিসেম্বরে দেশে বেকারত্বের হার ছিল ৫ শতাংশ।

এজেন্সির প্রধান জানান, সামনে বেকারের সংখ্যা আরও কমবে। কারণ, বিভিন্ন কোম্পানিতে কর্মীদের চাহিদা উচ্চ।

৯. চলতি বছর হাঙ্গেরিতে পেনশনভোগীদের আয় বেড়েছে ২.৭ শতাংশ হারে। ১১ ডিসেম্বর থেকে পেনশনভোগীরা অতিরিক্ত অর্থ পেতে শুরু করেছেন। দেশটির সরকার সম্প্রতি এ তথ্য জানায়।

সরকার জানায়, একজন সাধারণ পেনশনভোগী এখন থেকে বছরে ১৪৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বেশি পাবেন। হাঙ্গেরিতে ২৫ লাখ পেনশনভোগী রয়েছেন।

১০. ভেনেজুয়েলার সরকারি তেল কোম্পানি পিডিভিএসএ ও ফরাসি কোম্পানি মুরেল অ্যান্ড প্রম সম্প্রতি ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য জুলিয়ায় অপরিশোধিত তেলের উত্পাদন বাড়ানো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এ তথ্য জানান।

১১. বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি ঢাকার শেরে বাংলা নগরে এনইসিতে এক অনুষ্ঠানে বলেন, অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলেছে, সেভাবে আর চলবে না। তিনি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুনত্ব আসবে বলেও জানান।

৭২ বছর বয়সী মুস্তফা কামাল এর আগে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এনিয়ে চার বার কুমিল্লা থেকে সংসদসদস্য নির্বাচিত হয়েছেন তিনি। চার্টার্ড একাউনটেন্ট মুস্তফা কামালের ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিতি বেশি।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে তিনি আইসিসির সভাপতিও নির্বাচিত হন।

১২. গেলো বছর ১৫৫৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা ২০১৭ সালের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী বাংলাদেশিরা ৬২৯ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠান। গত রোববার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩০৯৯ কোটি মার্কিন ডলার।

এদিকে, রেমিটেন্স আরও বাড়াতে ডলারের মূল্য ৮৫ টাকা করার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। তিনি বলেন, ভারত, চীন, ভিয়েতনামসহ অনেক দেশ মার্কিন ডলারের বিপরীতে তাদের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন করেছে। বাংলাদেশেও হয়েছে;তবে এ দেশগুলোর তুলনায় খুবই কম।

১৩. দেশের বাইরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি আসবাবপত্র বা গৃহস্থালী পণ্য। গত এক দশক ধরে বাড়ছে এ খাতের রফতানি-আয়। এর ধারাবাহিকতায় চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৩ কোটি ৩৭ লাখ মার্কিন ডলারের আসবাবপত্র রফতানি করে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০.৫৬ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র তথ্য মতে, বিগত অর্থবছরে আসবাবপত্র রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে রফতানি আয় ছিল ৬ কোটি ৩১ লাখ ডলারের।

১৪. সম্প্রতি পাকিস্তানকে পেছনে ফেলে, জিডিপির আকারের ভিত্তিতে, বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় ৪১তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শকেন্দ্র 'সেন্টার ফর ইকোনোমিকস এন্ড বিজনেস রিসার্চ'(সিইবিআর) এর 'ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল'(ডব্লিউইএলটি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকায় ভারতের অবস্থান ৫ম এবং পাকিস্তান ৪৪তম।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে শ্রীলংকা ৬৬তম, নেপাল ১০১তম, আফগানিস্তান ১১৫তম এবং ভুটানের স্থান ১৬৬তম।

২০১৮ সালে সিইবিআরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ছিল ৪৩তম। অর্থাৎ গতবছরের তুলনায় বাংলাদেশের অবস্থান দুই ধাপ উপরে উঠেছে।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040