বেইজিংয়ে চীন-মার্কিন উপমন্ত্রী পর্যায়ের আর্থ-বাণিজ্যিক সংলাপ অনুষ্ঠিত
  2019-01-10 14:53:48  cri
জানুয়ারি ১০: গতকাল (বুধবার) বেইজিংয়ে শেষ হয়েছে চীন-মার্কিন উপমন্ত্রী পর্যায়ের আর্থ-বাণিজ্যিক সংলাপ। আর্জেন্টিনায় দু'দেশের নেতৃবৃন্দের বৈঠকে অর্জিত মতৈক্য বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রথম সংলাপ ছিল এটি।

সংলাপে দু'পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক ও কাঠামোগত ইস্যু নিয়ে আলোচনা করেছে। সিআরআই এক সম্পাদকীয়তে বলেছে, সংলাপে পারস্পরিক আস্থা বেড়েছে এবং দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের একটা ভিত্তি স্থাপিত হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, সংলাপে যুক্তরাষ্ট্রের উত্থাপিত কোনো কোনো প্রস্তাব, যা চীনের জাতীয় ব্যবস্থা, নিরাপত্তা ও চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত, তা চীনের কাছে গ্রহণযোগ্য নয়। আবার উত্থাপিত কিছু প্রস্তাব চীনের সংস্কার ও উন্মুক্তকরণের নীতির সঙ্গে সংগতিপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘর্ষ থাক বা না-থাক, মেধাস্বত্বের সুরক্ষা, প্রযুক্তি খাতে সহযোগিতা, বাণিজ্যে বিভিন্ন বাধাসহ বিভিন্ন সমস্যার সমাধান চীনের চলমান উন্নয়ন-প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখেই করতে হবে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ তীব্রতর হবার ৯ মাস পর, উপমন্ত্রী পর্যায়ের সংলাপে অগ্রগতি অর্জিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, দু'পক্ষ তথা সারা বিশ্ব বাণিজ্যযুদ্ধের ক্ষতি উপলব্ধি করতে সক্ষম হয়েছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040