সুরের ধারায়
  2019-01-10 08:59:49  cri



বন্ধুরা, গত বছর আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। তাই আমি অনেক খুশি। বিগত বছরের অনুষ্ঠানগুলোতে আপনাদের ক্লাসিক বা জনপ্রিয় অনেক সুন্দর চীনা গান শুনিয়েছি। এসব গানের মধ্যে আপনি কি বিশেষ কোনো গান পছন্দ করেন? আজকের অনুষ্ঠানে গত বছর চীনের জনপ্রিয় কয়েকটি গান আপনাদের শোনাব। দেখুন তো, আপনার প্রিয় কোনো গান খুঁজে পান কি না।

আজকের অনুষ্ঠানের গানগুলো বর্তমান চীনে সবচেয়ে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম '১৬৩ মিউজিক বিগ ডেটা'র মাধ্যমে বেছে নেওয়া হয়েছে।

প্রথম গানটি আমরা শুনবো চীনা গায়ক লি রং হাও'র গান 'যদি আমি তরুণ হতাম'। লি রং হাও গত বছর জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম। তিনি তার গান রচনার দক্ষতার জন্য পরিচিত। গত বছর সুরের ধারায় তার কথা আমি বলেছিলাম। 'যদি আমি তরুণ হতাম' এই গানে সুন্দর সুর ও সুন্দর কথা রয়েছে।

এবারের গানে আমরা শুনবো চীনা গায়ক মাও পু ই'র গান 'unsullied'। মাও পু ই সাম্প্রতিক বছরগুলোতে চীনের খুব জনপ্রিয় তরুণ গায়ক। তার চেহারা সুন্দর নয়, কণ্ঠেও কোনো বিশেষত্ব নেই। কিন্তু, তার সাধারণ গল্প বলার ঢং ও মুগ্ধকর পারফরমেন্সে সবাই মুগ্ধ হয়। গানটি গত বছর চীনের খুব জনপ্রিয় একটি টিভি সিরিজের থিম সং এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন একটি প্রেমের গান।

এবার আমরা শুনবো চীনের হংকংয়ের গায়ক ইসেন ছেনের গান 'আমরা'। ইসেন ছেন হংকংয়ের পপ সংগীত মহলের শিল্পী, গত ২০ বছরে তিনি অসংখ্য ক্লাসিক গান প্রকাশ করেছেন এবং তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। 'আমরা' গানটি খুব নরম সুর ও উষ্ণ একটি প্রেমের গান। গানের কথায় বলা হয়, আমি তোমাকে ভাবলেই তুমি যেন আমার কাছে আসো।... অবশেষে আমরা একসঙ্গে না থাকলেও আমার যথেষ্ট সন্তুষ্ট।

পরের গানে আমরা শুনবো একটি র‍্যাপ গান; গানের নাম 'পতন', গেয়েছেন চীনের নতুন গায়ক এয়ার। এয়ার গত বছর চীনের একটি জনপ্রিয় র‍্যাপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। প্রতিযোগিতায় তিনি 'মুক্তকণ্ঠ' ও 'যুদ্ধ' গান গেয়েছেন। এই গান দুটি অনেক দর্শক পছন্দ করেছেন। গানটি খুব মিষ্টি একটি প্রেমের গান।

পরের গানে আমরা শুনবো চীনা গায়ক শুয়েই চি ছিয়ানের গান 'প্রতিভা'। তিনিও সাম্প্রতিক বছর চীনের খুব জনপ্রিয় গায়ক। আগের অনুষ্ঠানে আমি তার অনেকগুলো গান শুনিয়েছি। 'প্রতিভা' গানটির সুর ও কথা সব শুয়েই চি ছিয়ানের নিজের রচনা। এই গান গত বছরের শেষ দিকে প্রকাশিত হয়েছে এবং এক দিনের মধ্যে গানটিতে ২.৩ লাখ মন্তব্য করা হয়। এটি গত বছরের জনপ্রিয় ১০টি গানের মধ্যে অন্যতম।

পরের গানে আপনাদের শোনাবো চীনা গায়ক হুয়া চৌর গান 'তাও চিয়াং সিং'। গানটিতে প্রাচীনকালে এক ডাকাতের গল্প বলা হয়। আসলে এই ডাকাত ছিল এক জেনারেল। যুদ্ধ জয়ের পর সে সম্রাটের দেওয়া পুরস্কার নিয়ে জন্মস্থানে ফিরে পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়। তবে ফেরার পথে তিনি মেয়েটির মৃত্যুর খবর পান। অতিরিক্ত দুঃখে সে জেনারেলের পদ ছেড়ে দিয়ে একজন ডাকাত হিসেবে জীবন ধারণ করেন। এরপর সমাজে এই ডাকাতের গল্প বেশ প্রচারিত হয়। এটা তার অপরাধ নয়, বরং প্রেমের গল্প হিসেবে প্রচার পায়। বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শেষ গানটি হলো 'সম্ভব কিনা'; গেয়েছেন চীনা গায়ক মু সিয়াও ইয়া। বন্ধুরা, এখন শুনুন গানটি।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040