শরণার্থীদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে '২০০ কোটি কিলোমিটার যাত্রা'র উদ্যোগ জাতিসংঘের
  2019-01-09 15:05:01  cri
জানুয়ারি ৯: শরণার্থীদের ব্যাপারে জনসচেতনা বৃদ্ধির জন্য ২০০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করার এক উদ্যোগ গ্রহণ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। গতকাল (মঙ্গলবার) বিশ্বব্যাপী এ কার্যক্রম শুরু হয়।

উদ্যোগের আওতায় অংশগ্রহণকারীরা দৌড়, দ্রুতগতির হাঁটা, সাইকেল চালনা, ইত্যাদির মাধ্যমে এক বছরে ২০০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করবে। শরণার্থীদের কষ্টকর জীবন উপলব্ধি করা এবং তাঁদের প্রতি সমর্থন প্রকাশ করার লক্ষ্যেই মূলত এ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।

এই উদ্যোগ থেকে দেড় কোটি মার্কিন ডলারেরও বেশি পুঁজি সংগ্রহ করা যাবে বলেও আশা করা হচ্ছে। এ অর্থ শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

এই কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক যে-কেউ সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রি করতে পারবেন বলে জানা গেছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, গৃহহারা লোকজন প্রতিবছর প্রায় ২০০ কোটি কিলোমিটার অতিক্রম করে তুলনামূলকভাবে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040