ভেনিজুয়েলার ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণা
  2019-01-09 10:49:18  cri

জানুয়ারি ৯: ভেনিজুয়েলার ৭জন ব্যক্তি ও ২৩টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়।

গতকাল (মঙ্গলবার) মার্কিন অর্থমন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তি ও সংস্থা ভেনিজুয়েলা সরকারের বিদেশি মুদ্রা বিনিময়ের মাধ্যমে দুর্নীতি করে। এই ঘটনা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের সঙ্গে জড়িত। অন্তর্ভুক্ত সংস্থাগুলো ভেনিজুয়েলা ছাড়া অধিকাংশই নিউ ইয়র্ক, মায়ামি ইত্যাদি মার্কিন শহরে নিবন্ধন করা হয়।

সংশ্লিষ্ট আইন অনুযায়ী, অন্তর্ভুক্ত ব্যক্তি ও সংস্থার যুক্তরাষ্ট্রে অর্থ ব্যবহার করা বন্ধ হবে। তাছাড়া, মার্কিন নাগরিকরা তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক আদানপ্রদানে যুক্ত হতে পারবে না।

২০১৭ সাল থেকে 'গণতন্ত্র ও মানবাধিকার' নামে ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চলছে। এমন পদক্ষেপ ভেনিজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে বিরোধিতা করে আসছে ভেনিজুয়েলা সরকার।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040