ব্যবসার জন্য উপযুক্ত চীনের শীর্ষ ১০টি শহর
  2019-01-09 09:53:13  cri


চীনের প্রথম পর্যায়ের শহরগুলি-বেইজিং, শাংহাই, শেনচেন এবং কুয়াংচৌ-সাধারণত ব্যবসার জন্য উপযুক্ত দেশের সেরা শহর। এ চারটি শহর চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি'র প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে।

এরকম তালিকা তৈরির পেছনে বেশ কিছু সূচক মূল্যায়ন করা হয়। যেমন: সহজে ব্যবসা শুরুর পরিবেশ, ঋণ সুবিধা বা সহজলভ্যতা, সম্পদ বণ্টন, ট্যাক্স রেগুলেশন এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষা আইন ইত্যাদি। পাশাপাশি চীনের চারটি মিউনিসিপালিটি বা পৌরসভা, ২৭টি প্রাদেশিক রাজধানী এবং বিশেষ করে রাষ্ট্রীয় পরিকল্পনায় নির্ধারিত পাঁচটি শহরকে নিয়ে অধ্যয়নের পর প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রিয় শ্রোতা, আজকের টপিক অনুষ্ঠানে আমরা এমন ১০টি শহর নিয়ে আলোচনা করব।

.............(এ পর্যন্ত ওয়েবসাইটে).....................

১০ থেকে ১ নম্বর:

সিআন, নানচিং, হাংচৌ, থিয়ানচিন, ছেংদু, ছংছিং, কুয়াংচৌ, শেনচেন, শাংহাই, বেইজিং

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040