উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সংলাপ অব্যাহত থাকবে: চীনের আশাবাদ
  2019-01-08 18:40:06  cri
জানুয়ারি ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সংলাপ অব্যাহত থাকবে এবং তা থেকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তাঁর দেশ আশা করে।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য বাস্তবায়নে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বজায় থাকা জরুরি। চীন এই যোগাযোগের সাফল্য কামনা করে।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের বর্তমান বেইজিং সফর সম্পর্কে তিনি বলেন, শীর্ষ পর্যায়ে সফর বিনিময় দু'দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের গুরুত্বপূর্ণ অংশ। কিম জং-উন ৭ জানুয়ারি চীন সফরে আসেন। তার সফর স্থায়ী হবে ১০ জানুয়ারি পর্যন্ত। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040