চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন
  2019-01-08 16:36:49  cri

জানুয়ারি ৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে আজ (মঙ্গবলবার) সকালে বেইজিংয়ে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ পার্টি ও দেশের নেতৃবৃন্দ এতে অংশ নেন। প্রেসিডেন্ট সি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অনুষ্ঠানে ভাষণ দেন।

হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজির একাডেমিশিয়ান লিউ ইয়োং থান এবং চীনা গণমুক্তি ফৌজের ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির একাডেমিশিয়ান ছিয়েন ছি হু ২০১৮ সালে জাতীয় সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তির পুরস্কার পান। প্রেসিডেন্ট সি তাদেরকে পদক ও প্রশংসাপত্র প্রদান করেন এবং তাদের সঙ্গে করমর্দন করেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানান, দেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের প্রশংসা করেন এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পে অবদান রাখায় বিদেশি বিশেষজ্ঞদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরের মধ্যে চীন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার নেতৃত্বো, প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে, সৃজনশীলতার মাধ্যমে উন্নয়নকে বেগবান করা এবং অর্থনীতির প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা বাড়ানো উচিত বলে ভাষণে প্রধানমন্ত্রী লি জোর দিয়ে উল্লেখ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040