চন্দ্রপ্রভায় বাঁশ
  2019-01-08 14:52:18  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনা নারী কন্ঠশিল্পী গুয়ান মু ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৫৩ সালের ৬ নভেম্বর হেনান প্রদেশের সিনসিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি মান জাতির মানুষ এবং পূর্বপুরুষের বাড়ি লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে অবস্থিত। তিনি হলেন চীনের প্রথম পর্যায়ের অভিনেত্রী ও মেজ্জো-সোপ্রানো নারী কন্ঠশিল্পী। তিনি ছিলেন চীনা সঙ্গীতজ্ঞ সমিতির ভাইস চেয়ারম্যান, জাতীয় যুবক ফেডারেশনের স্থায়ী সদস্য ও ভাইস চেয়ারম্যান, সপ্তম থেকে নবম পর্যন্ত জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধি। তিনি এখন ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'চন্দ্রপ্রভায় বাঁশ' নামের গান। গানটি চীনের 'তাই' জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গুয়ান মু ছুনের কন্ঠে 'চন্দ্রপ্রভায় বাঁশ' শীর্ষক গান। ১৯৭০ সাল থেকে তিনি থিয়ানচিন গান এবং নাচ গ্রুপে কাজ শুরু করেন। ১৯৮৯ সালে তিনি চীনের প্রথম গোল্ডেন ডিস্ক পুরস্কার লাভ করেন। ১৯৯০ সালে তিনি ক্লাসিক্যাল টিভি শিল্প সিরিজে অভিনয় করেন। ১৯৯৮ সালে তিনি 'জাতীয় ঐক্যের অগ্রগতির মডেল' মর্যাদা লাভ করেন। ২০০৫ সালে তিনি চীনের চ্যারিটি ফেডারেশনের 'চীনা চ্যারিটি পুরস্কার' লাভ করেন। ২০১২ সালে গুয়ান মু ছুন সিপিসি'র অষ্টাদশ প্রতিনিধি সম্মেলনের প্রতিনিধি ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি চীনা সাহিত্য ও শিল্প ফেডারেশনের দশম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এক জোড়া প্রজাপতির মতো একসঙ্গে উড়তে চাই' শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন গুয়ান মু ছুনের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তিব্বতি জাতির নারী কন্ঠশিল্পী জামইয়াং দ্রোল্মার (Jamyang Drolma ) কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৪ সালে সিছুয়ান প্রদেশের গানজি তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত বান্নারের দেগে জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি সিছুয়ান সংগীত একাডেমি থেকে স্নাতক হন। এরপর তিনি নৃত্যনাট্যে অভিনয় শুরু করেন। একই বছরে তিনি সিছুয়ান প্রদেশের পঞ্চম সংখ্যালঘু জাতির শিল্প উত্সবের ভোকাল পারফরমেন্সে প্রথম স্থান পান। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'শুভ তিব্বই জাতির নববর্ষ' নামের গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জামইয়াং দ্রোল্মার'র কন্ঠে 'শুভ তিব্বতি জাতির নববর্ষ' শীর্ষক গান। ২০০৬ সালে তিনি চীনের তৃতীয় জাতীয় সংখ্যালঘু জাতির সংগীত প্রতিযোগিতায় সোলো স্বর্ণপদক লাভ করেন। ২০০৮ সালের এপ্রিল মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এ বছরের সেপ্টেম্বরে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ ও ২০১১ সালে চতুর্থ ও পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পশ্চিম সমুদ্রে প্রেমের গান' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চীনের তিব্বতি জাতির নারী কন্ঠশিল্পী জামইয়াং দ্রোল্মার'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে আরেকজন নারী কন্ঠশিল্পী লি না'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৩ সালের ২৫ জুলাই হে নান প্রদেশের চেংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম নিউ চি হং। তিনি হে নান প্রদেশের ট্রাডিশনাল অপেরা বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করে একজন নানে পরিণত হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মেকআপ পছন্দ করে না, কিন্তু অধিকার পছন্দ করে' শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং এবং ২০০০ সালে রিলিজ হয়। গানটিতে চীনের একমাত্র নারী সম্রাটের গল্প বলা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি না'র কন্ঠে 'মেকআপ পছন্দ করে না, কিন্তু অধিকার পছন্দ করে' নামের গান। তিনি আগে একজন হেনান প্রদেশের লোক অপেরা ইউ অপেরার অভিনেত্রী ছিলেন। ১৯৯৭ সালে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। তিনি সংগীতজগতে দশ বছরে ১৬০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি সিরিজের ২শ'রও বেশি থিম সং গেয়েছেন। তাঁর কন্ঠে গানগুলো তখনকার চীনে খুবই জনপ্রিয় ছিল। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দুঃখ ও সুখের সময়' নামের গান শোনাবো। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040