২০১৮ সালে চীনে জনপ্রিয় শীর্ষ ১০টি চলচ্চিত্র
  2019-01-08 14:36:21  cri


সোমবার চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র প্রশাসন জানিয়েছে, ২০১৮ সালে চীনের চলচ্চিত্র বক্স অফিসের রাজস্ব আয় ৯ শতাংশ বেড়ে ৬০.৯৮ বিলিয়ন ইউয়ান (৮.৮৮ বিলিয়ন ডলার) হয়েছে।

চীনের চলচ্চিত্র বাজারে বিদেশি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে ৬২.১৫ শতাংশ অবদান রেখেছে দেশীয় চলচ্চিত্র। বিভিন্ন চলচ্চিত্র দেখা হয়েছে ৬০,০৭৯ বার; যা ২০১৭ সালের চেয়ে থেকে ৯,৩০৩ বার বেশি।

চীনের বাজারে সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে চীনা চলচ্চিত্র এবং হলিউড ব্লকবাস্টার মুভি।

২০১৮ সালে তিনটি দেশীয় চলচ্চিত্র বক্স অফিসে ৩ বিলিয়ন ইউয়ান আয় করেছে। অন্যদিকে বিদেশি চলচ্চিত্রগুলো চীনের বাজার থেকে আয় করেছে ২ বিলিয়ন ইউয়ান!

মূলত বিদেশি চলচ্চিত্রগুলো চীনের বাজারের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক দখল করেছে। কিন্তু তাদের এই আয়ের ক্ষমতা আগের বছরগুলোর মতো শক্তিশালী নয়।

প্রিয় শ্রোতা আজকের টপিক অনুষ্ঠানে আমরা চীনের চলচ্চিত্র বাজার জয়কারী এমন কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা বলব।

..................এ পর্যন্ত ওয়েবসাইটে........................

চলচিত্রগুলো আয় করার মূল কারণ কী কী?

1  2  3  4  5  6  7  8  9  10  11  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040