বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের অবসর
  2019-01-08 14:10:13  cri

জানুয়ারি ৮: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামী ১ ফেব্রুয়ারি তার কার্যমেয়াদ শেষ হওয়ার আগে অবসর নেবেন। গতকাল (সোমবার) বিশ্ব ব্যাংক এ খবর জানিয়েছে।

বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জিম ইয়ং কিম অবসর নেওয়ার পর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা তার পরিবর্তে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হবেন।

জিম ইয়ং কিম ১৯৫৯ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। ৫ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। ২০১২ সালে তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বহন করতে শুরু করেন। ২০১৭ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। জিম ইয়ং কিমের ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040