সুইজার‍ল্যান্ডে দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেবেন চীনের ভাইস প্রেসিডেন্ট
  2019-01-07 19:27:18  cri
জানুয়ারি ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, সুইস ফেডারেল কাউন্সিলের সদস্য ইউলি মুরের এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের আমন্ত্রণে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি সান ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ড সফর করবেন এবং দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

লু খাং বলেন, বাহ্যিক পরিবেশে কিছু অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা সত্ত্বেও, চীনের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতির ভাল উন্নয়নের প্রবণতা পরিবর্তিত হবে না।

ওয়াং ছি সান এবারের সফরে সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে চীনের উন্নয়ন এবং অর্থনৈতিক বিশ্বায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে মন্তব্য ও অবস্থান ব্যাখ্যা করবেন। তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে একটি আরো উন্মুক্ত বিশ্ব অর্থনীতি নির্মাণ ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অবদান রাখবেন। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040