বিজ্ঞান উন্নয়নের অবদান
  2019-01-07 14:50:35  cri

গত (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৬ মিনিটে চীনের ছাংএ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহ সাফল্যের সঙ্গে চন্দ্রের অন্ধকারাচ্ছন্ন পিছন দিকে অর্থাত্ ১১৭.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ ও ৪৫.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি এলাকায় অবতরণ করে এবং ছ্যুয়েছিয়াও'র মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের খুব কাছাকাছি অংশের প্রথম ছবি পাঠায়। ছাংএ্য-ফোর মানবজাতির চন্দ্র অভিযানের নতুন ইতিহাস তৈরি করেছে। এ ছাড়া ছ্যুয়েছিয়াও নামের ট্রাঙ্ক তারকার ৭৫০০এন এনজি পরিবর্তনশীল জোড়া ইঞ্জিন এবং অবাধ ল্যান্ডিং ক্ষমতা হলো ছাংএ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহের সফলভাবে চন্দ্রে অবতরণের তিনটি মৌলিক দিকের একটি।

তাহলে বিজ্ঞানের উন্নয়ন আমাদের জীবনে কি কি অবদান রেখেছে? বিস্তারিত শুনবেন আজকের টপিক অনুষ্ঠান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040