যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া পরবর্তী শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা হচ্ছে: ট্রাম্প
  2019-01-07 13:49:49  cri

জানুয়ারি ৭: যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রস্তাবিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনের স্থান নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার) ক্যাম্প ডেভিডে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ট্রাম্প জানান, বর্তমানে দু'দেশের মধ্যে আলোচনা সুষ্ঠুভাবে চলছে। কিন্তু উত্তর কোরিয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা কার্যকর থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কিম জং-উনের কাছ থেকে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আর পয়লা জানুয়ারিতে প্রকাশিত নতুন বছরের শুভেচ্ছাবাণীতে কিম জং-উন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানান। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা আরোপ অব্যাহত রাখলে, পিয়ংইয়ং নিজের অধিকার রক্ষায় 'নতুন পদ্ধতি' অবলম্বন করবে বলেও জানান তিনি। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040