সহজ চীনা ভাষা-'প্রাণীজগতের মহাসম্মেলন'
  2019-01-07 13:31:22  cri

আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'প্রাণীজগতের মহাসম্মেলন'। এর চীনা ভাষা হল 动物王国开大会dòng wù wáng guó kāi dà huì। 

বন্ধুরা, এই পাঠ বেশ লম্বা, তাই আপনাদের সুবিধার জন্য আমরা এই পাঠের প্রথম অংশ শুনিয়েছি এবং এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় শব্দ ও বাক্য আপনাদের শেখাবো। প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি এই অংশের প্রধান অর্থ:

প্রাণীজগতের মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। সবাইকে জানানোর জন্য ভল্লুককে দায়িত্ব দিয়েছে বাঘ। ভল্লুক লাউডস্পিকার দিয়ে জোরে জোরে বলে: "সবাই লক্ষ্য করুন! প্রাণীজগতের বড় সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা দয়া করে অংশগ্রহণ করুন।"

টানা দশ বার সে এ-কথা বলে।

খেঁকশিয়াল এসে ভল্লুককে বলে: "তুমি একশ বার বললেও সম্মেলন হবে না।"

"কেন?" ভল্লুক জিজ্ঞেস করে।

"কারণ তুমি সবাইকে জানাও নি, সম্মেলন কোন দিন অনুষ্ঠিত হবে! আজ? নাকি আগামীকাল?

ভল্লুক শুনে, তাজ্জব হয়ে যায়! এবং মুখ গোল করে বলে: "ঠিক, ঠিক, ঠিক।" সে বাঘকে জিজ্ঞেস করার জন্য ছুটে যায়।

বাঘ বলে: "সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। তুমি তাড়াতাড়ি সবাইকে জানাও।"

ভল্লুক আবার লাউডস্পিকারে বলে: "সবাই লক্ষ্য করুন, প্রাণীজগতের মহাসম্মেলন আগামীকাল আয়োজিত হবে। আপনারা দয়া করে সবাই অংশগ্রহণ করুন।" এভাবে টানা দশ বার বলে সে।

বন্ধুরা, এই অংশের মূল অর্থ এটাই। পুরো পাঠ আসলে আমাদেরকে শিখাতে চায় যে: অন্যকে কোনো কিছু জানাতে হলে সঠিক এবং বিস্তারিত তথ্য দিতে হয়।

বন্ধুরা, এখন আমরা এই পাঠ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শেখাবো।

动物dòng wù পশু, প্রাণী

王国wáng guó রাজ্য, kingdom

开kāi, এর কয়েকটি অর্থ আছে:

১. খোলা, খুলে দেয়া (দরজা খোলা开门kāi mén)

২. শুরু(স্কুল শুরু开学kāi xué)

৩. আয়োজন (সম্মেলন আয়োজন করা 开会kāi huì)

大会dà huì বড় সম্মেলন/মহাসম্মেলন । 会huìহল চীনা শব্দ সম্মেলন অর্থাত্ 会议huì yì-এর সংক্ষিপ্ত রূপ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040