ইরানি মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য কমানোর পরামর্শ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের
  2019-01-07 10:27:16  cri
জানুয়ারি ৭: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের কারণে দেশটির মুদ্রা রিয়ালের মূল্য আরও হ্রাস পেয়েছে। এ প্রেক্ষাপটে রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গতকাল (রোববার) ইরনা বার্তা সংস্থা এ তথ্য জানায়।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দলনাসের হেম্মাতি বলেন, ব্যাংক গত ৫ জানুয়ারি সরকারকে এ প্রস্তাব দিয়েছে। সরকার দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত রোববার ইরানের বেসরকারি বাজারে এক মার্কিন ডলারের মূল্য ছিল ১১০,০০০ রিয়াল। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040