হুই জাতি
  2019-01-06 19:28:06  cri

চীনে সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে লোকসংখ্যার দিক দিয়ে একটি বড় জাতি হুই জাতি। এ জাতির মোট লোকসংখ্যা ৯৮ লাখ ১৬ হাজার ৮০০ জন। চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্বশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে হুই জাতির মানুষ দেখা যায়। নিং সিয়া হুই জাতির স্বায়িতশাসিত অঞ্চল হুই জাতিঅধ্যুষিত এলাকা এবং এ অঞ্চলে হুই জাতি মানুষের সংখ্যা ১৮ লাখ ৬২ হাজার ৫০০ জন।

তা ছাড়া, বেইজিং, হ্যপেই, ইনার মঙ্গোলিয়া, লিয়াওনিং, আনহুই, শানতুং, হ্যনান, ইউননান, কানসু ও সিনচিয়াংয়ে হুই জাতি মানুষের সংখ্যাও ২ লাখের চেয়ে বেশি। পূর্ব, পশ্চিম ও মধ্যচীনের দিক থেকে দেখলে, পশ্চিম চীনে হুই জাতির মানুষ সবচেয়ে বেশি এবং উত্তর ও দক্ষিণ চীনের দিক থেকে উত্তর চীনে হুই জাতির মানুষ বেশি। চীনের ১০টি প্রদেশ, স্বায়ত্বশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে সংখ্যালঘু জাতির মানুষের অর্ধেকই হুই জাতির। শাংহাই, আনহুই, শ্যানসি, শানসি ও বেইজিংসহ নানা জায়গায় হুই জাতি বৃহত্তম সংখ্যালঘু জাতি।

চীনে ১০ লাখ বা তারচেয়ে বেশি মানুষ আছে এমন ১৮৩টি শহরের মধ্যে ৯৭টি শহরের প্রধান সংখ্যালঘু জাতি হুই জাতি। বিশেষ করে মধ্য ও পূর্ব চীনে হুই জাতির মানুষের অনুপাত আরও বেশি। চীনে চারটি শহরে হুই জাতিঅধ্যুষিত কমিউনিটি আছে। হ্য নান প্রদেশের লুও ইয়াং, চেং চৌ ও খাই ফেং শহর এবং ইনার মঙ্গোলিয়ার হহট শহরে হুই জাতিঅধ্যুষিত অমিউনিটি আছে।

হুই জাতির পুরো নাম হুইহুই জাতি। শুরুতে অন্য জাতির মানুষ হুই জাতির মানুষকে হুইহুই বলে ডাকতো এবং পরে হুই জাতির মানুষ নিজেদের হুই ডাকতে শুরু করে। হুই জাতির মানুষ হান ভাষা ব্যবহার করে। হুই জাতির মানুষ তাদের আঞ্চলিক ভাষাও বলে। হুই জাতির পুর্বপুরুষরা প্রথম দিকে আরবি, ফার্সি ও হান ভাষা একসাথে ব্যবহার করতেন। পরে হান জাতির মানুষের সঙ্গে বসবাস করার কারণে হুই জাতির মানুষ হান ভাষা বেশী ব্যবহার করতে শুরু করে। তবে, কিছু আরবি ও ফার্সি শব্দ এখনও হুই জাতির মানুষ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে।

ইসলাম ধর্ম হুই জাতির গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হুই জাতির মানুষ এ ধর্ম বিশ্বাস করেন।

যদিও হুই জাতির প্রধান শিল্প হল কৃষি, তবে এ জাতির মানুষ খুব ভাল ব্যবসা করেন। প্রাচীনকাল থেকে হুই জাতির মানুষ গহণা, মশলা, ওষুধ, খাবার ইত্যাদির ব্যবসা করতো। হুই জাতির মানুষ খাওয়া, পোশাক, নামকরণ, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া, উত্সব ইত্যাদি ক্ষেত্রে ইসলাম ধর্মের নিয়ম অনুসরণ করে।

হুই জাতির গুরুত্বপূর্ণ তিনটি উত্সব হল: ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, পবিত্র দিবস।

উত্তর-পশ্চিম চীনের হুই জাতির মানুষ হুয়া এ্য নামক এক ধরনের লোকসংগীত গাইতে পারেন। বিশেষ করে কান সু, ছিংহাই, নিংসিয়া ও সিন চিয়াংয়ের হুই জাতির মানুষ পাহাড়ের সামনে দাঁড়িয়ে হুয়া এ্য গাইতে পছন্দ করেন এবং নানা অঞ্চলে হুয়া এ্যর বৈশিষ্ট ভিন্ন। তবে বাড়িতে তারা হুয়া এ্য গাইবেন না।

সভাসংগীত অন্য একটি সংস্কৃতি। বিশেষ করে বিয়ে অনুষ্ঠানে শোনা যায় এমন সংগীত। পেশাদার শিল্পীরা বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে থাকেন। একক বা দ্বৈত সংগীত দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখে।

হুই জাতির মানুষের কংফু চর্চা করার অভ্যাস আছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040