মার্কিন ফেডারেল সরকারের 'শাটডাউন' অব্যাহত আছে
  2019-01-06 16:08:57  cri
জানুয়ারি ৬: মার্কিন হোয়াইট হাউস ও কংগ্রেসের ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে পৃথকীকরণ দেয়াল নির্মাণে বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে এতে কোনো বাস্তব অগ্রগতি অর্জিত হয়নি। ফলে দু'সপ্তাহ ধরে চলে আসা মার্কিন ফেডারেল সরকারের 'শাটডাউন' পরিস্থিতির অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আলোচনার পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দু'পক্ষ বরাদ্দের নির্দিষ্ট পরিমাণ নিয়ে আলোচনা করেনি। তবে ৬ জানুয়ারি বিকেলে সংলাপের টেবিলে বসার ব্যাপারে একমত হয়েছে।

এদিকে, গতকাল (শনিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আলোচনায় অগ্রগতি হয়নি। তিনি ৬ জানুয়ারি হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সীমান্তের নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে ড্যাভিড ক্যাম্পে যাবেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে পৃথকীকরণ দেয়াল নির্মাণে হোয়াইট হাউসের সঙ্গে কংগ্রেসের দুটি পার্টির মতভেদ আছে। সরকারের বরাদ্দসংক্রান্ত বিল নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত না-হওয়ায় ফেডারেল সরকারের এক-চতুর্থাংশ প্রতিষ্ঠানে গত বছরের ২২ ডিসেম্বর ভোর থেকে অচলাবস্থা দেখা দেয়, যাকে 'গভর্নমেন্ট শাটডাউন' বলা হয়ে থাকে। ৮ লাখ ফেডারেল কর্মচারীর কাজ এর ফলে প্রভাবিত হয়েছে। ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টি পৃথকীকরণ দেয়াল নির্মাণ করতে সংশ্লিষ্ট বরাদ্দ অনুমোদন না-দিলে, ফেডারেল সরকারের 'শাটডাউন' পরিস্থিতি কয়েক মাস বা বছর ধরে অব্যাহত থাকতে পারে এবং এর জন্য তিনি প্রস্তুত আছেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040