ছাংএ-৪ চাঁদে অবতরণ করায় আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যানের অভিনন্দন
  2019-01-05 14:55:19  cri
জানুয়ারি ৫: চীনের ছাংএ-৪ চন্দ্রযান সাফল্যের সঙ্গে চাঁদে অবতরণ করায় বেইজিংকে অভিনন্দন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি ।

গতকাল (শুক্রবার) আদ্দিস আবাবায় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠককালে তিনি এ অভিনন্দন জানান।

মুসা ফাকি বলেন, চাঁদের অন্ধকারাচ্ছন্ন পৃষ্ঠটি এতোদিন মানবজাতির নাগালের বাইরে ছিল। তবে চীন নিজের অগ্রসর বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সাফল্যের সঙ্গে সেখানে চন্দ্রযান অবতরণ করিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। চীনের বন্ধু হিসেবে আফ্রিকাও এতে আনন্দিত। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আফ্রিকা চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040