ভারতের সঙ্গে দু'দেশ ও উন্নয়নশীল দেশের সংগত স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক চীন
  2019-01-04 18:10:54  cri

জানুয়ারি ৪: দু'দেশের নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন-ভারত সম্পর্ক সার্বিকভাবে উন্নত হয়েছে এবং বাস্তব সহযোগিতা চলছে। বর্তমান পরিস্থিতিতে চীন ভারতের সঙ্গে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে সমন্বয় জোরদার করতে এবং একসাথে দু'দেশ ও উন্নয়নশীল দেশের সংগত স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বেইজিংয়ে এ সব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি বলেছেন, বিশ্বে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে এবং চীন-ভারত সম্পর্ক স্থিতিশীল একটি উপাদান হওয়া উচিত। মতভেদ সংঘর্ষে পরিণত হতে পারে না।

এ প্রসঙ্গে লু খাং বলেন, চীন পরস্পরের প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ নবোদিত বাজার দেশ। সুষ্ঠু ও স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক দু'দেশ ও দু'দেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, পাশাপাশি বিশ্ব শান্তির জন্য সহায়ক। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040