একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ
  2019-01-03 19:07:06  cri
শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

এর আগে স্পিকার নিজেই নিজের শপথ গ্রহণ করেন। স্পিকার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপিদের শপথ পাঠ করান। এর পরে জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জেপির সংসদ সদস্যরা শপথ নেন। তবে বিএনপির ৫ জনসহ ঐক্যফ্যন্টের ৭ এমপি শপথ নেননি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও শপথ নেননি। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেহেতু তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন, সেহেতু শপথ নিচ্ছেন না। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থী নিজ নিজ আসনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান মির্জা ফখরুল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040