ছাং এ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহের সাফল্যের সঙ্গে চন্দ্র-পৃষ্ঠে অবতরণ, মানবজাতির টেকসই উন্নয়নের নতুন প্রচেষ্টা: সিআরআইয়ের সম্পাদকীয়
  2019-01-03 19:06:22  cri
জানুয়ারি ৩: চীনের নিজের তৈরি ছাং এ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহ সাফল্যের সঙ্গে চন্দ্র-পৃষ্ঠে অবতরণ করেছে এবং চন্দ্র-পৃষ্ঠের প্রথম ছবি পাঠিয়েছে। এটি হচ্ছে ২০১৩ সালে ছাং এ্য-থ্রি অনুসন্ধানী উপগ্রহের চন্দ্রের সম্মুখে সাফল্যের সঙ্গে অবতরণের পর চীনের অনুসন্ধানী উপগ্রহের আবার চন্দ্র অনুসন্ধান। চীন বিশ্বের প্রথম দেশ, যে দেশের উপগ্রহ চন্দ্রের সম্মুখে ও পৃষ্ঠে অবতরণ করেছে, যা মানবজাতির মহাকাশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

চীন আন্তর্জাতিক বেতারের আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক সম্পাদকীয়তে এ সব কথা বলা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, ছাং এ্য-ফোর অনুসন্ধানী উপগ্রহ ২০১৮ সালের ৮ ডিসেম্বর চীনের সি ছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়। ছাং এ্য-ফোরের অবতরণের ওপর বিশ্ব গভীর নজর রাখে। ২০০৭ সালে ছাং এ্য-ওয়ান অনুসন্ধানী উপগ্রহ উত্ক্ষেপণের পর থেকে চীন এ পর্যন্ত চারটি অনুসন্ধানী উপগ্রহ উত্ক্ষেপণ করেছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040