চীনা জাতির মহাপুনরুত্থানে তাইওয়ান থাকবেই: চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়
  2019-01-02 18:39:03  cri
জানুয়ারি ২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) 'তাইওয়ানবাসীর জন্য সিপিসি'র খোলা চিঠি' প্রকাশের ৪০তম বার্ষিকীর উদযাপনী সভায় ভাষণ দেন। ভাষণে তিনি তাইওয়ান প্রণালীর দু'তীরের ৭০ বছর বিচ্ছিন্ন থাকার প্রক্রিয়া সারসংকলন করে নতুন যুগে দু'তীরের শান্তি উন্নয়ন এবং দেশের শান্তিপূর্ণ ঐক্য বাস্তবায়নের লক্ষ্যে ৫টি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, চীনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ আবশ্যক। চীনা জাতির মহাপুনরুত্থানে তাইওয়ানের অবস্থান থাকবেই। চীনের ঐক্য বিশ্বের বিভিন্ন দেশের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।

আজ (বুধবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, সি চিন পিং'র এ ভাষণে চীনের শান্তিপূর্ণ ঐক্য বাস্তবায়নের জন্য আন্তরিকতা দেখা গেছে। পাশাপাশি কিছু বিচ্ছিন্নতাকারী ও বহির গোষ্ঠীর হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা প্রদর্শন করা হয়েছে। তাতে সিপিসি ও চীন সরকারের দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ৪০ বছর আগে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি 'তাইওয়ানবাসীর জন্য সিপিসি'র খোলা চিঠি' প্রকাশ করে। সে সময় গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘে বৈধ অধিকার পুনরায় অর্জন করে এবং আন্তর্জাতিক সমাজ চীনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাইওয়ানকে গণ্য করে।

৪০ বছর আগে তাওয়ানের অর্থনীতির ব্যাপক প্রবৃদ্ধি পায়, যা মূলভূভাগের তুলনায় অনেক উন্নত। ৪০ বছর পর মূলভূভাগ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বায় পরিণত হয়েছে এবং তাইওয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, রপ্তানিপ্রাপ্ত বাজার এবং প্রধান বিনিয়োগকারী অঞ্চলে পরিণত হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040