মঙ্গোলীয় জাতি
  2019-01-02 15:37:57  cri

চীনে মঙ্গোলীয় জাতির লোকসংখ্যা ৫৮ লাখ ১৪ হাজার এবং মূলত অন্তঃর্মঙ্গোলিয়া জাতীয় স্বায়ত্বশাসিত অঞ্চল, লিয়াও নিং প্রদেশ, চি লিন প্রদেশ, হেই লং চিয়াং প্রদেশ, কান সু প্রদেশ, ছিংহাই প্রদেশ ও হেই পেই প্রদেশে এরা ছড়িয়ে-ছিটিয়ে আছে।

অন্তঃর্মঙ্গোলিয়া জাতীয় স্বায়ত্বশাসিত অঞ্চলের লোকসংখ্যা ২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার জন এবং এর মধ্যে ৪২ লাখ ১০ হাজার মঙ্গোলীয় জাতির মানুষ। তা ছাড়া, অন্য ৫০টি জাতির মানুষও এখানে বাস করে। অন্তঃর্মঙ্গোলিয়া জাতীয় স্বায়ত্বশাসিত অঞ্চল উত্তর চীনের সীমান্তে অবস্থিত। এর আয়তন ১১ লাখ ৮৩ হাজার বর্গকিলোমিটার, যা চীনের ভূখণ্ডের মোট আয়তনের ১২.৩ শতাংশ। অন্তঃর্মঙ্গোলিয়া জাতীয় স্বায়ত্বশাসিত অঞ্চলের মাথাপিছু চাষযোগ্য জমির আয়তন চীনে সর্বোচ্চ। অঞ্চলটির পূর্ব দিকে গুরুত্বপূর্ণ জাতীয় কৃষি উন্নয়ন এলাকা এবং অন্তঃর্মঙ্গোলিয়ার মূল খাদ্য উত্পাদন এলাকা অবস্থিত। এখানে আছে চি লান থাই নামক একটি লবণক্ষেত্র, যা চীনের বৃহত্তম আয়োডিনযুক্ত লবণ প্রক্রিয়াকরণকেন্দ্র। পাশাপাশি, এটি চীনের একটি গুরুত্বপূর্ণ বিটচিনি উৎপাদন এলাকা।

অন্তঃর্মঙ্গোলিয়ার বনের আয়তন চীনের অন্য যে-কোনো অঞ্চল বা প্রদেশের চেয়ে বেশি। এখানকার পাহাড়ি অঞ্চল ও তৃণভূমিতে যেমন বাস করে অনেক বিরল পশুপাখি, তেমনি এখানে পাওয়া যায় মূল্যবান চীনা ভেষজ ঔষধ।

প্রাচীনকাল থেকে চীনা সংখ্যালঘু জাতির মানুষ অন্তঃর্মঙ্গোলিয়ার তৃণভূমিতে বাস করে আসছে এবং এ কারণে এখানে সাংস্কৃতিক ঐতিহ্যও সমৃদ্ধশালী। অন্তঃর্মঙ্গোলিয়া জাতীয় স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী হহট এবং মঙ্গোলিয়ার ভাষায় এর অর্থ হল 'নীল নগর'। মঙ্গোলীয় জাতির নিজেদের মৌখিক ও লিখিত ভাষা আছে। মঙ্গোলীয় জাতির সবচেয়ে বিখ্যাত একটি মৌখিক সাহিত্য হচ্ছে মহাকাব্য 'জাঙ্গার' (Janggar)।

মঙ্গোলীয় জাতি উত্তর চীনে পুরাতন একটি যাযাবর জাতি এবং মূলত পশুপালন করেই তারা জীবিকা নির্বাহ করে। পশুর মাংস তাদের মূল খাদ্য। তাদের ঐতিহ্যিক পোশাক হলো লম্বা জামা। শীতকালে তারা চামড়ার পোশাক পরে। চামড়ার বুট তাদের প্রিয় জুতা। তারা লাল ও সবুজ রঙের ফিতা বেল্ট হিসেবে ব্যবহার করতে পছন্দ করে এবং বেল্টে ছুরি গুজে রাখে। ছুরি মাংস কেটে খাওয়ার কাজে ব্যবহার করা হয়।

মঙ্গোলীয় জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব হল বসন্ত উত্সব ও নাদাম উত্সব। এর মধ্যে 'নাদাম' সবচেয়ে বড় ও প্রভাবশালী উত্সব। মঙ্গোলিয়া ভাষায় 'নাদাম' মানে খেলা ও বিনোদন। প্রতিবছরের জুলাই ও অগাস্ট মাস তৃণভূমির সবচেয়ে সুন্দর ঋতু। নাদাম উত্সবে সবাই সুন্দর পোশাক পরে এবং ঘোড়ায় চড়ে একটি জায়গায় মিলিত হয়। সেখানে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। নাদাম উত্সবের ঐতিহ্যিক তিনটি প্রতিযোগিতা হলো: তীরন্দাজি, ঘোড়দৌড়, ও কুস্তি। আজকাল নাদাম উত্সবের সময় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও ক্যাম্পফায়ারের আয়োজন দেখা যায়।

মঙ্গোলীয় জাতির মানুষ ভাল গান গাইতে পারে। এ জাতিকে ডাকা হয় 'সংগীতের জাতি' ও 'কবির জাতি' বলে। মঙ্গোলীয় জাতির ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের নাম 'মাথোছিন' (horse head string instrument)। মঙ্গোলিয়া জাতির নাচও বেশিষ্টসম্পন্ন। মঙ্গোলিয়া জাতির মানুষের অধিকাংশ শামানিজম ও তিব্বতি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040