আমি কতো মিস করি
  2019-01-02 10:03:57  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে নারী কন্ঠশিল্পী হো চিয়ে'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। হো চিয়ে ১৯৮৬ সালের ২৫ মার্চ চীনের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি সিছুয়ান সংগীত একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে প্রবেশ করেন। ২০০৬ সাল থেকে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন। একই বছর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি কতো মিস করি' নামের গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হো চিয়ে'র কন্ঠে 'আমি কতো মিস করি' শীর্ষক গান। ২০১৫ সালে তিনি একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি ছোটবেলা থেকে সংগীতে বেশি আগ্রহী ছিলেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবারের মতো একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যত ক্ষতি, তত ভালবাসা' নামের গান শোনাবো। গানটি ২০১০ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হো চিয়ে'র কন্ঠে 'যত ক্ষতি, তত ভালবাসা' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তুমি আমার দৃশ্য' নামের গানটি শোনাবো। গানটির কথা এমন: 'ভ্রমণের পথে অনেক শহর, ভ্রমণের পথে অনেক মানুষ। ব্যস্ত ভ্রমণে আমি ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠেছি। আমার হৃদয় প্রাকৃতিকভাবে বিশ্রাম নেয়। তুমি হলে আমার দৃশ্য। আকাশে মেঘ, পরিষ্কার বাতাস, আমি অব্যাহতভাবে ভ্রমণ করতে চাই না। আমার চোখে শুধুমাত্র তুমি। তোমার হাসি আমার চোখে ভরপুর। ভালোবাসায় খাঁড়া বাঁধ ভূমিতে পরিণত হয়, বন প্রসারিত হয়। ঘন ঘন বন। তুমি গাছের ছায়ায় দাঁড়াও। জটিল জীবন, কিন্তু তুমি থাকলে আমার হৃদয় স্বচ্ছ'।

আচ্ছা, এখন আমারা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী হো চিয়ে'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদের সামনে কন্ঠশিল্পী স্যু ফেই দংয়ের পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৫৪ সালের ফেব্রুয়ারি মাসে লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি সেন্ট্রাল কোসার্ভাটোরি অব মিউজিক (Central Conservatory of Music) সুর রচনা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনা সাহিত্য ও শিল্প ফেডারেশনের বর্তমান চেয়ারম্যান। তিনি চীনের সঙ্গীত সমিতির সিপিসি কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। তিনি ছিলেন একাদশ ও দ্বাদশ চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধি। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'প্রেমিকার জন্য অপেক্ষা করি' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু ফেই দংয়ের কন্ঠে 'প্রেমিকার জন্য অপেক্ষা করি' নামের গান। ১৯৭০ সাল থেকে তিনি ছিলেন ফুচৌ সামরিক এলাকার গান এবং নাচ গ্রুপের প্রধান ভায়োলিনসেল্লো বাদ্যযন্ত্রকারী। ১৯৭৬ সালে তিনি সেন্ট্রাল কোসার্ভাটোরি অব মিউজিকের সুর রচনা বিভাগে ভর্তি হন। ১৯৭৯ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ফুচৌ সামরিক এলাকায় ফিরে গিয়ে সুর রচনা ও ব্যান্ড মাস্টারের দায়িত্ব নেন। ১৯৮৫ সালে তিনি চীনের অপেরা ও নাচ নাটক একাডেমিতে সুর রচনা ও ব্যান্ড মাস্টারের দায়িত্ব পালন শরু করেন।

তিনি একাডেমিটির উপ-প্রধানের দায়িত্ব পালন করতেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'জনগণকে অর্জন করলে পৃথিবী অর্জন করা যায়' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040