টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা
  2018-12-31 21:13:45  cri

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভরাডুবি হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের। এর ফলে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯ আসনে, জাতীয় পার্টি ২০ আসনে, বিএনপি ৫ আসনে, ওয়ার্কাস পার্টি ৩ আসনে, জাসদ ২ আসনে, গণফোরাম ২ আসনে, বিকল্পধারা ২ আসনে, তরিকত ফেডারেশন ১ আসনে, এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। এদিকে, সোমবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, রোববারের নির্বাচনে ৮০ ভাগ ভোট পড়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে জানান তিনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিইসি। ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নতুন করে নির্বাচনের সুযোগ নেই বলেও জানান তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040