বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন সম্পন্ন, অপেক্ষা ফলাফলের
  2018-12-30 19:50:07  cri
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। নির্বাচনের আগে পরে বিচ্ছিন্ন সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সকাল ৮টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ভোট শুরু হয়। শীতের কারণে প্রথম দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা হলেও রাজধানী ঢাকায় কোনো গোলোযোগ ছাড়াই ভোট হয়েছে। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট দিয়েছেন ৬টি আসনের ভোটাররা। ভোটের পরপরই গণনার কাজ শুরু হয়েছে। এখন অপেক্ষা ফলাফল ঘোষণার।

মাহমুদ হাশিম ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040