রোববার বাংলাদেশে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ
  2018-12-29 19:30:32  cri
রাত পোহালেই বাংলাদেশে ভোট। রোববার অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীসহ সারাদেশে কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট হবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার এক হাজার আটশোর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯৯টি সংসদীয় আসনে। এবার ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। সারা দেশে ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোট হবে একযোগে। এদিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীসহ সারা দেশ। পুলিশ-র‌্যাব-বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। রয়েছে নৌবাহনিী ও কোস্টগার্ডও। নির্বাচনী নিরাপত্তায় সবমিলিয়ে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর ৫ লাখের বেশি সদস্য। এদিকে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040