'আজকের টপিক' --হ্যাপি নিউ ইয়ার
  2019-01-01 13:47:58  cri
প্রিয় শ্রোতা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে প্রথমেই জানাই খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা- হ্যাপি নিউ ইয়ার।

এখন শুরু হবে 'আজকের টপিক' অনুষ্ঠান। 

বন্ধুরা, আজকের দিনটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ থেকে ঠিক ৫০ বছর আগে এই দিনে, ঠিক আমাদেরই মতো করে একজন চীনের মানুষ বাংলাদেশের বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছিলেন। হ্যাঁ.. ঠিক ধরেছেন। আজ হচ্ছে সি আর আই বাংলা বিভাগের ৫০ বছর পূর্তি! দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ এই ৫০ বছরে অসংখ্য বাঙ্গালি বন্ধুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, অনেক নতুন ইতিহাস তৈরি হয়েছে। ৫০ বছরের এরকম মিষ্টি-মধুর অসংখ্য ঘটনা আমরা স্মরণ করছি।

আমরা স্মরণ করছি, সেই সব সহকর্মীদের যারা যুগের পর যুগ ধরে আমাদের সঙ্গে কাজ করেছেন, অবসর নিয়েছেন। তাঁদের সবার স্মৃতি আমাদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে।

একই সঙ্গে আজ কিন্তু ২০১৯ সালের প্রথম দিন। মাত্র কয়েক ঘণ্টা আগে আমরা একটি বছরকে পেছনে ফেলে এসেছি। ২০১৮ সাল। কেমন ছিল বছরটি? নতুন এ বছরটি কেমন যাবে? কী কী প্রত্যাশা রয়েছে আপনার? গত বছর আপনার কী কী অর্জন ছিল? নতুন বছরকে সামনে রেখে আপনি কোনো পরিকল্পনা করেছেন কি? এসব বিভিন্ন বিষয় নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান।

আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা গত বছর বাংলা বিভাগের প্রধান সাফল্যের সঙ্গে আপনাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিবো, আর নতুন বছরে কী কী পরিকল্পনা ও প্রত্যাশা রয়েছে তা জানাবো।

আমাদের বিভাগের মাড্যাম আনন্দি ও প্রেমা বাংলাদেশে গিয়ে সেখানে রিপোর্টিং স্টেশন এবং স্টুডিও নির্মাণের কাজ করছেন। গত এক বছরের তাদের অনেক সাফল্য লাভ করেছে। যেমন RTV, 'আমাদের সময় অনলাইন'-এর সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর ইত্যাদি। নতুন বছরে বিভিন্ন চীনা টিভি নাটক বাংলাদেশের টিভি স্টেশনে প্রচারিত হবে।

বাংলা বিভাগের ভিডিও দলের গত বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করেছে।

বন্ধুরা অবশ্যই জানতে চান যে বর্তমানে চীনে কতগুলো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা শেখানো হয়। আমাদের বিভাগের কয়েজন সহকর্মী বাংলা-ভাষা বই প্রকাশ করেছে। নতুন বছরে আরো বেশি বাংলা বিভাগের সহকর্মীদের নতুন বই প্রকাশিত হবে।

আমাদের দৈনন্দিন কাজে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফেইসবুক লাইভ শো। আপনি ভিডিও তৈরি এবং ফেইসবুক লাইভ শো ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন। আপনার অভিজ্ঞতার কথা বলবেন কি?

চলতি বছর হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী, বাংলা বিভাগ আরো বেশি ভিডিও ও ফেইসবুক লাইভ শো করবে। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন।

আমাদের সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে, বন্ধুরা নতুন বছরে আরো বেশী সুন্দর বাংলা নাটক শুনতে পারবেন, এবং কোন কোন প্রস্তাব আছে, আমাদের ইমেইল পাঠাবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040