চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে 'হংকং আমার হৃদয় ছুঁয়েছে' শিরোনামে আর্ট প্রদর্শনী
  2018-12-29 16:02:31  cri

হংকং আমার হৃদয় ছুঁয়েছে'—চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপনের জন্য আর্ট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি হংকং কনভেনশন এবং প্রদর্শনীকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মেইনল্যান্ড ও হংকংয়ের সুপরিচিত চিত্রশিল্পী এবং তরুণ হংকং চিত্রশিল্পীদের দুইশটিরও বেশি কর্ম এখানে উপস্থাপন করা হয়েছে।

সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টস, হংকং সাংস্কৃতিক প্রচার সমিতি এবং হংকং ফাইন আর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালক ফেন ডি আন বলেন, এই প্রদর্শনীর থিম কন্টেন্ট সমৃদ্ধ এবং গভীর অর্থপূর্ণ। তিনি বলেন,

"মাতৃভূমির আলিঙ্গনে ফেরার পর হংকংয়ের স্থিতিশীল এবং সমৃদ্ধ উন্নয়ন আছে। সর্বদা চীনা ঐতিহ্যগত সংস্কৃতি সঙ্গে লাইন করে। 'হংকংয়ের উন্নয়ন সবসময় আমার হৃদয় স্পর্শ করেছে।' এ বাক্যটিতে হংকং নিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংর উদ্বেগ ও প্রত্যাশা প্রকাশিত হয়।"

এবার প্রদর্শনীর চারটি অংশ রয়েছে। মাতৃভূমির বুকে হংকংয়ের ফিরে আসার পর থেকে প্রধানত সাফল্য; হংকং সমাজের সমৃদ্ধ ও স্থিতিশীলতা, হংকংয়ের বিখ্যাত আকর্ষণ ও দৃশ্যাবলী এবং হংকং যুবকের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে।

হংকং সাংস্কৃতিক প্রচার সংস্থার চেয়ারম্যান ম্যাডাম জায় মেই ছিন জানিয়েছেন, এবার আর্ট প্রদর্শনী হলো ২০১৮ সারা বছরে বৃহত্তম একটি থিম আর্ট সৃষ্টি প্রদর্শনী। সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকীর উপলক্ষ্যে এ প্রদর্শনী আয়োজন করা অনেক তাত্পর্যপূর্ণ। তিনি বলেন,

"এটি মূলভূখণ্ড ও হংকং শিল্পীদের মধ্যে একটি বিরল বিনিময় ইভেন্ট। ১৩০ জনেরও বেশি শিল্পী ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।"

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লিন ঝেংইুয়েইএ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার সবসময় বিভিন্ন সংস্কৃতি এবং শিল্প বিনিময়ে উত্সাহিত করেছে। যুব উন্নয়ন জন্য সুযোগ প্রদান করেছে।

এবার দুইবার হংকংয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বার ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হংকং সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040