'এশিয়ার শতাব্দী' সঠিকভাবে গড়ে তুলতে চীন ও ভারতের সহযোগিতা দরকার
  2018-12-26 18:35:45  cri
ডিসেম্বর ২৬: গতকাল (মঙ্গলবার) ভারতে বগীবিল সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য ৪.৯৪ কিলোমিটার। সড়কপথ ও রেলপথ সম্বলিত ভারতের দীর্ঘতম সেতু এটি। ভারতের গণমাধ্যম জানায়, সেতু নির্মাণে ১৬ বছর সময় লেগেছে এবং সম্পূর্ণ ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী এ সেতু তৈরি করা হয়েছে। সেতুটি ১২০ বছর পর্যন্ত অটুট থাকবে বলে জানানো হয়। এই প্রেক্ষাপটে চীন ও ভারতের অর্থনৈতিক উন্নয়নের মান নিয়ে কিছু আলোচনা আবারও উষ্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই ভাষ্যকার।

সুপ্রতিবেশীসূলভ দেশ এবং বিশ্বের জনসংখ্যা অনুযায়ী সর্বোচ্চ উন্নয়নশীল দুটো দেশ হিসেবে চীন ও ভারতের মধ্যে বিনিময়ের ইতিহাস দুই সহস্রাধিক বছর। গত কয়েক শতাব্দী থেকে দু'দেশের জনগণ বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে সমর্থন দিয়েছে এবং এশিয়ায় ধাপে ধাপে বেড়ে ওঠার ক্ষেত্রে যৌথ ভূমিকা পালন করেছে। চীন, ভারত ও মিয়ানমারের যৌথ উদ্যোগে 'শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি' ব্যবস্থাকে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে অভিহিত করা হয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উহানে অনানুষ্ঠানিক বৈঠক করেন। এটি দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে ভূমিকা পালন করেছে। এতে চীন ও ভারতের উচ্চ পর্যায়ের মানবিক বিনিময় ব্যবস্থা গড়ে উঠেছে। গেল সপ্তাহে এই ব্যবস্থার প্রথম অধিবেশন ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়। এ অবস্থায় সঠিকভাবে 'এশিয়ার শতাব্দী' গড়ে তুলতে চীন ও ভারতের সহযোগিতা দরকার বলে মনে করেন সিআরআই ভাষ্যকার।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040