সামরিক যোগাযোগ উপগ্রহ উত্ক্ষেপণ করেছে ভারত
  2018-12-20 16:16:52  cri
ডিসেম্বর ২০: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা স্থানীয় সময় গতকাল (বুধবার) বিকাল ৪টা ১০মিনিটে একটি সামরিক যোগাযোগ উপগ্রহ উত্ক্ষেপণ করেছে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করে উপগ্রহ জিস্যাট-৭এ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা উপগ্রহটি গবেষণা ও তৈরি করেছে। উপগ্রহের ওজন ২২৫০ কিলোগ্রাম ।

এটি হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তৈরি ৩৫তম যোগাযোগ উপগ্রহ। তা আগে উত্ক্ষেপিত জিস্যাট-৬ ও জিস্যাট-৭ এর সঙ্গে কাজ করে কেন্দ্রীভূত ব্যবস্থা গড়ে তুলবে । উপগ্রহটি ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন অস্ত্র, ড্রোন ও বিমানের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040