বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  2018-12-19 12:35:55  cri
ডিসেম্বর ১৯: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন পার্টি বা আওয়ামী লীগ এবং প্রধান বিরোধীদল বিএনপি গতকাল (মঙ্গলবার) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

আওয়ামী লীগ শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনীতির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ২১টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। আওয়ামী লীগ দেশে শহরায়নের মান বাড়াবে, কর্মসংস্থানের আরও বেশি সুযোগ সৃষ্টি করবে এবং ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সারা দেশে ৫জি নেটওয়ার্ক বিস্তারকে এগিয়ে নেওয়া হবে বলে দলের চেয়ারপার্সন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে বিএনপি বলেছে, প্রতি বছর জিডিপি'র ৫ শতাংশ শিক্ষা খাতে এবং পোশাক শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের বেতন বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। তা ছাড়া, বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি পালন করা হবে এবং দেশের প্রচলিত বড় প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এসব প্রকল্পের সম্ভাব্য দুর্নীতির তদন্ত জোরদারের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040