সংস্কার ও উন্মুক্তকরণ হলো চীনের সাফল্য অর্জনের কোড
  2018-12-18 19:14:04  cri
ডিসেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার ৪০তম বার্ষিকী উপলক্ষে সম্মেলনে ৪০ বছরে চীনের সাফল্য, সংস্কার ও উন্মূক্তকরণ নীতির তত্পরতা এবং অতীত অভিজ্ঞতা পর্যালোচনা করেন। তিনি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সকল সদস্য ও চীনা জনগণকে নতুন যুগে অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।

প্রেসিডেন্ট সি এক ভাষণে ধারণা, অর্থনৈতিক নির্মাণ, গণতান্ত্রিক রাজনীতি, সাংস্কৃতিক উন্নয়ন, জীবনযাপন উন্নতি, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, প্রতিরক্ষা ও বাহিনীর আধুনিকায়ন নির্মাণ, শান্তি ও ঐক্য, শান্তিপূর্ণ কূটনীতি এবং সিপিসি প্রতিষ্ঠার সাফল্য পর্যালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণে চীন, চীনা জাতি, চীনা জনগণ ও সিপিসি'র অনেক পরিবর্তন হয়েছে। এটি হল চীনের সাফল্য অর্জনের কোড।

তিনি আরো বলেন, বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা, বৃহত্তম উত্পাদিত শিল্প রাষ্ট্র ও বৃহত্তম পণ্য বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বের অর্থনীতি বৃদ্ধিতে অবদানের হার ৩০ শতাংশেরও বেশি। আমরা কয়েক দশক সময় দিয়ে উন্নত দেশগুলোর কয়েক শো বছরের শিল্পায়নের প্রক্রিয়া সম্পন্ন করেছি।

এখন চীন সংস্কার ও উন্মুক্তকরণের নতুন ঐতিহাসিক পর্যায়ে উঠে গেছে। উন্মুক্ত, সহনশীল, আত্মবিশ্বাসী ও নব্যতাপ্রবর্তনকারী চীন বিশ্বে আরো বড় বিস্ময় সৃষ্টি করতে পারবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040