জাতিসংঘ সাধারণ পরিষদে 'শরণার্থী সমস্যায় বিশ্বব্যাপী চুক্তি' গৃহীত
  2018-12-18 19:09:49  cri
ডিসেম্বর ১৮: গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে 'শরণার্থী সমস্যায় বিশ্বব্যাপী চুক্তি' গৃহীত হয়েছে।

জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে. মোহাম্মদ অধিবেশনের পর বলেন, শরণার্থীদেরকে সুরক্ষা ও আশ্রয়দানকারী দেশগুলোকে কঠিন সমস্যা সমাধানে সহায়তা করার ক্ষেত্রে চুক্তিটিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। জাতিসংঘের একজন শরণার্থীবিষয়ক উচ্চ পদস্থ বিশেষজ্ঞ বলেন, আন্তর্জাতিক সমাজের সহযোগিতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

জাতিসংঘ শরণার্থী কার্যালয়ের সদস্য দেশগুলো, আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে দু'বছর আলোচনার মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বৃদ্ধি করে শরণার্থী সমস্যা সমাধান করবে। এছাড়া, অবকাঠামো নির্মাণ জোরদার এবং শরণার্থী আশ্রয় কেন্দ্রে সেবা জোরদার করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040