জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের নির্মাণ কাজে চীনা কোম্পানি
  2018-12-18 18:27:44  cri

(ফাইল ছবি)

ডিসেম্বর ১৮: সম্প্রতি বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন(সিসিইসিসি)।

জানা গেছে, ২০১৬ সালের অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরকালে এই প্রকল্পকে দু'দেশের সরকারের সহযোগিতার অগ্রাধিকার প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই রেলপথ সেকশন বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে প্রস্তাবিত ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। তা বাংলাদেশের বৃহত্তম তিনটি নদীর অন্যতম যমুনা নদী অতিক্রম করে ঢাকার উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জয়দেবপুর ও পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী শহরকে সংযোগ করার একটি গুরুত্বপূর্ণ রেলপথ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, যাতায়াতের সময় সাশ্রয় হবে এবং লজিস্টিকের খরচ কমে যাবে। পরিকল্পনা অনুযায়ী, ১৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ নির্মাণ করতে ৪ বছর সময় লাগবে, চুক্তির মূল্য ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার। চীন সরকারের আর্থিক সংস্থার ঋণের সাহায্যে প্রকল্পটি নির্মিত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে অবকাঠামো নির্মাণে বেশ কিছু চীনা কোম্পানি বাংলাদেশে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন এবং চীন-বাংলাদেশ আর্থিক সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে চীনা কোম্পানির অবদান উল্লেখযোগ্য। সিসিইসিসি বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি সড়ক ও রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040