চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী উদযাপন; অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন সি চিন পিং
  2018-12-18 16:26:23  cri
ডিসেম্বর ১৮: আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিসি'র কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ভাষণ দেন।

সি চিন পিং তাঁর ভাষণে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ চীনা জনগণ ও চীন জাতির উন্নতির ইতিহাসে একটি মহান বিপ্লব। এ বিপ্লবের কারণে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উল্লম্ফন ঘটেছে। সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরের সাফল্য দেশের পার্টি ও জনগণের উত্কৃষ্ট সম্পদ; যা নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছে। সুপ্রিয় শ্রোতা, আজকের সংবাদ পর্যালোচনায় শুনবেন এ সম্পর্কিত একটি প্রতিবেদন।

১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর সিপিসি'র কেন্দ্রীয় কমিটির একাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থনীতি নির্মাণকেন্দ্রিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ৪০ বছরে চীনের সার্বিক জাতীয় ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৯.৫ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিছু বেতন ২২.৮ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে ৭৪ কোটি মানুষের দারিদ্র্য দূর হয়েছে। বিগত কয়েক বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান এককভাবে ৩০ শতাংশ ছাড়িয়েছে।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে সি চিন পিং বলেন,

'সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তন সিপিসি'র মহান পদক্ষেপ। এ পদক্ষেপ চীনা জনগণ ও চীন জাতির উন্নয়নের ইতিহাসে একটি মহান বিপ্লব। এ বিপ্লবে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উল্লম্ফন ঘটেছে।

গত ৪০ বছরের সাফল্য ও অভিজ্ঞতার সারসংকলন করে সি চিন পিং বলেন,

"৪০ বছর ধরে যে সাফল্য অজিত হয়েছে, তা আকাশ থেকে পড়েনি; অন্যদের দানে তা অর্জিত হয়নি। বরং পুরো পার্টি ও জাতির মানুষের পরিশ্রম, মেধা ও সাহসের মাধ্যমে তা অর্জিত হয়েছে। আমরা কয়েক যুগ সময়ে উন্নত দেশগুলোর শত বছরের শিল্পায়ন প্রক্রিয়া অতিক্রম করেছি। চীনা জনগণ অসম্ভবকে সম্ভব করেছে; এতে আমরা খুব গর্বিত।

সি চিন পিং আরও বলেন,

"সংস্কার ও উন্মুক্তকরণ বর্তমান চীনের ভাগ্য নির্ণায়ক পদক্ষেপ। গত ৪০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের অভিজ্ঞতা সিপিসি ও জনগণের উত্কৃষ্ট সম্পদ; যা নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

পার্টি প্রশাসনের কাজ প্রসঙ্গে সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেশের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মূল বিষয় এবং সবচেয়ে বড় সুবিধা। তাই সিপিসি'র নেতৃত্বে অবিচল থাকা খুব গুরুত্বপূর্ণ, যা অবশ্যই মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়নকে সবার ওপরে রাখা প্রয়োজন এবং অব্যাহতভাবে চীনের শক্তি জোরদার করতে হবে। বিশ্বকে বাদ দিয়ে উন্নত হতে পারবে না চীন। আবার বিশ্বের সমৃদ্ধির জন্যও চীনকে প্রয়োজন। চীনের উন্মুক্তকরণ বাড়াতে হবে এবং মানবজাতির অভিন্ন স্বার্থের যৌথ কমিউনিটি গঠন করতে হবে।

সি চিন পিং বলেন, "চীন বিভিন্ন দেশের নিজস্ব উন্নয়নের পথ বাছাই করার ক্ষেত্রে সেসব দেশের জনগণের ইচ্ছাকে সমর্থন করে এবং অন্যদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে। চীন অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপেরও বিরোধিতা করে। চীন অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নিজেকে উন্নত করবে না। তবে নিজের বৈধ স্বার্থ রক্ষা করবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে টেকসই উন্নয়ন, নিরাপত্তা, অভিন্ন সমৃদ্ধি, সহনশীল উন্মুক্তকরণ এবং পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040