আফগান সরকার ও তালিবানের শান্তি আলোচনা ত্বরান্বিত করতে জাতিসংঘের আহ্বান
  2018-12-18 15:59:32  cri
ডিসেম্বর ১৮: গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান-বিষয়ক বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামোতো নিরাপত্তা পরিষদের কাছে আফগান পরিস্থিতি অবহিত করেন। এসময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগান সরকার ও তালিবানের আনুষ্ঠানিক শান্তি আলোচনা বাস্তবায়নের জন্য চেষ্টা করার আহ্বান জানান।

তিনি আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে সহিংসতা কমানো, পারস্পরিক আস্থা স্থাপন এবং সংলাপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের সঙ্গে আলোচনা করা হল শান্তি প্রক্রিয়া শুরুর দিকের সাধারণ অবস্থা। তবে যুদ্ধের মাঠের আচরণ সাধারণত শান্তি প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলবে। তাই তিনি সংশ্লিষ্ট দেশের প্রতি শান্তি আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040