উ চেনে দশম চীন-জাপান সমুদ্র-বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা সমাপ্ত
  2018-12-18 15:59:01  cri
ডিসেম্বর ১৮: দশম চীন-জাপান সমুদ্র-বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা আজ (মঙ্গলবার) চীনের চেচিয়াং প্রদেশের চিয়া সিং শহরের উ চেন শহরে সমাপ্ত হয়েছে।

দু'পক্ষ আলোচনা ব্যবস্থার পূর্ণাঙ্গ অধিবেশন এবং এই ব্যবস্থার আওতায় রাজনীতি ও আইন, সামুদ্রিক প্রতিরক্ষা, সামুদ্রিক আইন প্রয়োগ ও নিরাপত্তা এবং সামুদ্রিক অর্থনীতিসহ চারটি কর্মগ্রুপের সম্মেলন আয়োজন করে। দু'পক্ষ পূর্ব সমুদ্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় এবং সামুদ্রিক সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণনিরাপত্তা মন্ত্রণালয়, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, যোগাযোগ ও সরবরাহ মন্ত্রণালয়, কৃষি ও গ্রাম মন্ত্রণালয়, রাষ্ট্রীয় জ্বালানী মন্ত্রণালয় এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সম্পদ ও জ্বালানী মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে অংশ নেন।

দু'পক্ষ একমত হয়েছে, দু'দেশ সমুদ্র ক্ষেত্রের বাস্তব ভিত্তিক সহযোগিতা জোরদার করবে, সামুদ্রিক প্রতিরক্ষা-বিষয়ক যোগাযোগ ও বিনিময় ত্বরান্বিত করবে, সমুদ্রে বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে, সামুদ্রিক উদ্ধার ও ত্রাণ সহযোগিতাকে অব্যাহতভাবে ত্বরান্বিত করবে, চীনের সমুদ্র পুলিশ ব্যুরো ও জাপানের সমুদ্র নিরাপত্তা বিভাগের দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা জোরদার করবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040