লেবানন-ইসরাইল সীমান্ত অঞ্চলে চারটি সুড়ঙ্গ রয়েছে: ইউনিফিল
  2018-12-18 14:58:10  cri
ডিসেম্বর ১৮: লেবাননের দক্ষিণাঞ্চল-ইসরাইল সীমান্ত অঞ্চলে চারটি সুড়ঙ্গ রয়েছে। এর মধ্যে দু'টি দু'দেশের অস্থায়ী সীমান্তের ব্লু লাইন জুড়ে অবস্থিত।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইউনিফিল কয়েকটি প্রযুক্তি দল পাঠিয়ে 'ব্লু লাইন'-এর দক্ষিণ দিকে তদন্ত করছে। এখন প্রমাণিত হচ্ছে যে, ইসরাইলের উত্তর দিকে ব্লু লাইনের কাছাকাছি চারটি সুড়ঙ্গ রয়েছে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ধারার লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়, ইউনিফিল অব্যাহতভাবে তদন্ত করতে থাকবে। বর্তমানে ইউনিফিলের দায়িত্বশীল এলাকার পরিস্থিতি স্থিতিশীল।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি একই দিন বলেন, তাঁর দেশ সার্বিকভাবে ১৭০১ নম্বর ধারায় অবিচল থাকবে। তিনি আশা করেন, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার তত্পরতা প্রতিরোধ করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040