চীনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে: সি চিন পিং
  2018-12-18 12:56:22  cri

ডিসেম্বর ১৮: চীনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। চীন 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি অনুসরণ করবে। হংকং, ম্যাকাও প্রশাসন করা এবং সংবিধান ও মৌলিক আইন অনুযায়ী কাজ করে এই দুই অঞ্চলের দীর্ঘকালীন সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখবে চীন। দেশের উন্নয়নের সঙ্গে হংকং ও ম্যাকাও যুক্ত হবে এবং মূল ভূখণ্ডের সঙ্গে উন্নয়ন উপভোগ করবে।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকীর সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এসব কথা বলেছেন।

সি আরও বলেন, 'এক চীন নীতি' অনুসরণ করা, ১৯৯২ সালের মতৈক্যে অবিচল থাকা এবং মূলভূভাগ ও তাইওয়ানের সম্পর্কের ভিত্তিতে অটল থাকতে হবে। দু'তীরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা গভীর করা হবে। চীন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040