বাহিনীর ওপর সিপিসি'র নিরঙ্কুশ নেতৃত্ব বজায় থাকবে: সি চিন পিং
  2018-12-18 12:47:26  cri

ডিসেম্বর ১৮: সমৃদ্ধ দেশ ও শক্তিশালী বাহিনীর গঠন একযোগে এগিয়ে নেওয়া এবং বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ দেশীয় নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ উপযোগী মজবুত প্রতিরক্ষা বাহিনী গঠন করা- চীনের সমাজতন্ত্রের আধুনিকায়নের কৌশলগত কর্তব্য। বাহিনীর ওপর সিপিসি'র নিরঙ্কুশ নেতৃত্ব বজায় থাকবে, চীনা বৈশিষ্ট্যময় শক্তিশালী বাহিনীর গঠন এগিয়ে যাবে, প্রতিরক্ষা ও বাহিনীর সংস্কার গভীর হবে এবং সিপিসি'র নেতৃত্বে একটি 'জয় করতে সক্ষম' এবং বিশ্বের প্রথম শ্রেণীর জনগণের বাহিনী গঠন করা হবে। এটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন স্বার্থ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা এবং চীনা জাতির মহান পুনরুত্থানে দৃঢ় সমর্থন দেবে।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এসব কথা বলেছেন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040